ঈদ স্পেশাল ট্রেনের তিন বগি লাইনচ্যুত

প্রকাশিতঃ 1:39 pm | April 24, 2024

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেন (ঈদ স্পেশাল ট্রেন-৯) লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা জংশনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, ডুলাহাজারা জংশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ৩টি কোচ লাইনচ্যুত হয়েছে।

চট্টগ্রাম থেকে ট্রেনটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল রওয়ানা দিয়েছে। আমরা আশা করছি বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ডুলাহাজারা জংশনে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ৩টি কোচ লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। বিকেলে এ রেলপথে চলাচল স্বাভাবিক হবে।

কালের আলো/এমএইচ/এসবি