দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন ম্যাকগার্ক
প্রকাশিতঃ 7:46 pm | April 27, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের। ক্যারিবীয় ব্যাটিং দানব ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে করেছিলেন সেঞ্চুরি।
আজ (শনিবার) সেই রেকর্ড ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক। অস্ট্রেলিয়ার ২২ বছরের এই তরুণ ব্যাটার আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছেন ২৭ বলে ৮৪ রানের ইনিংস!
ম্যাকগার্ক ৮৪ রানের ইনিংসে ৮০ রানই করেছেন বাউন্ডারি থেকে। টর্নেডো এই ইনিংসে ১১টি চারের সঙ্গে ৬টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।
সেঞ্চুরি থেকে তিনি ছিলেন মাত্র ১৬ রান দূরে। যেভাবে খেলছিলেন, তাতে আর তিন বল টিকতে পারলে গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙেই যেতে পারতো। সেটি অবশ্য হয়নি।
তবে ফ্রেসার-ম্যাকগার্কের বিধ্বংসী ইনিংসে ভর করেই মুম্বাইয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪ উইকেটে ২৫৭ রানের বড় সংগ্রহ গড়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে এটিই দিল্লির দলগত সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
এছাড়া অভিষেক পোরেল ২৭ বলে ৩৬, শাই হোপ ১৭ বলে ৪১ আর শেষদিকে রিশাভ পান্ত ১৯ বলে ২৯ এবং ত্রিস্টান স্টাবস ২৫ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এসবি