এনডিসিতে শেষ হলো ক্যাপস্টোন কোর্স, সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান নিরাপত্তা উপদেষ্টার
প্রকাশিতঃ 2:27 am | May 03, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স। রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এক সম্মিলন। যেখানে সংসদ সদস্য থেকে শুরু করে সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারী ও বেসরকারী সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতাদের সদর্প উপস্থিতি।
রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটির হাই প্রোফাইল এ কোর্সটি ২০১০ সাল থেকে কার্যত জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের নিবিড় সম্পর্ক অনুধাবন এবং কার্যকর নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে। এ কোর্সে চলতি বছর অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৩১ জন ফেলো।
বৃহস্পতিবার (০২ মে) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী। কোর্সটি নীতি নির্ধারণীর সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি এই কোর্সের সনদপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই কোর্সের জ্ঞান আপনাদের সারাজীবন কাজে লাগবে। জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতিও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আহবান জানান। সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী’র পত্নী শাহিন সিদ্দিক।
জানা যায়, কোর্সটির বিষয়ভিত্তিক ওয়ার্কিং সেশনগুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, স্মার্ট বাংলাদেশ এবং ডেল্টা প্ল্যান ২১০০, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি, একবিংশ শতাব্দীর নেতৃত্বের চ্যালেঞ্জ, আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ অর্জনে প্রতিষ্ঠানটি গবেষণা কার্যক্রম চালাচ্ছে নানা আঙ্গিকে। সমাপনী অনুষ্ঠানে এনডিসি কমান্ড্যান্ট বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও উন্নয়নে নিবেদিত নেতৃত্বের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এ ক্যাপস্টোন কোর্স। তিনি বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য সকল ফেলোদের উৎসাহিত করেন।
কালের আলো/আরআই/এমকে