৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা

প্রকাশিতঃ 6:48 pm | May 06, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

গতির ঝড় আগেও তুলেছেন রেজাউর রহমান রাজা, তার প্রতিভা নিয়েও সংশয় নেই কারো। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের শেষ ম্যাচে বল হাতে রীতিমতো আগুন ঝড়ালেন এই তরুণ পেসার। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে দেখা পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের, গড়লেন নতুন রেকর্ডও।

৬.৩ ওভারে মাত্র ২১ রানে ৮ উইকেট ডিপিএল তো বটেই, ‘লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ডও নিজের করে নিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রাজা। এর আগের সেরা ছিল ইয়াসিন আরাফাতের ৮/৪০।

ফতুল্লায় সুপার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে রাজার বোলিং তোপে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। ম্যাচে রাজার শিকারের তালিকায় ছিলেন ফজলে মাহমুদ রাব্বি, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, তাইবুর রহমান, রিপন মন্ডল, আবেদুর রহমান ও শফিকুল ইসলাম।

আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক অলআউট হয়েছিল ২৭০ রানে। সেই রান তাড়ায় একদম শুরুতেই ব্যাকফুটে চলে যায় শেখ জামাল। রাজার বোলিংয়ের সামনে একে একে ব্যাটাররা করেন আত্নসমর্পণ। তাতে মাত্র ২১.৩ ওভারে ৭১ রানে গুটিয়ে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হেরে যায় দলটি। মাত্র দুজন ব্যাটার যেতে পারেন দুই ডিজিটে।

কালের আলো/এমএইচ/এসবি