ডিবি’র ওসি আশিকের নেতৃত্বে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী আটক, ৬ ককটেল উদ্ধার
প্রকাশিতঃ 4:04 pm | February 10, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/02/Dv-Arrest-mymensingh-Pic-1.jpg)
অপরাধ প্রতিবেদক, কালের আলো :
সাঁড়াশি অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর এবার সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযানেও চমক দেখাচ্ছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর এ অভিযানের নেপথ্যে রয়েছেন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
এবার নাশকতার প্রস্তুতিকালে তাঁর হাতে ধরা পড়েছেন ময়মনসিংহে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী। এ সময় তাদের কাছ থেকে ৬ টি ককটেল ও বিপুল সংখ্যক জেহাদী বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- তানভীর আহাম্মেদ (২৩), মো: রেজাউল হায়দার (২৬), রাজিব আহম্মেদ (২৫) ও রফিকুল বারী সজীব (২৩)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে নগরীর কৃষ্টপুর এলাকার ত্রিশাল হাউজ নামক একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আরো জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। ময়মনসিংহে কোন প্রকার নাশকতা ঘটতে দেয়া হবে না। আমাদের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা নাশকতারোধে তৎপর ও সতর্ক রয়েছেন।
কালের আলো/এসএ