গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৭২৯ পরীক্ষার্থী
প্রকাশিতঃ 11:24 am | May 10, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৭২৯ পরীক্ষার্থী
শাবিপ্রবি (সিলেট): সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার (১০ মে)। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্র অংশ নিচ্ছেন ৭২৯ শিক্ষার্থী।
শুক্রবার (১০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।
তিনি জানান, ‘সি’ ইউনিটের ৭২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এই পরীক্ষার ২টি কেন্দ্রের মধ্যে সবগুলোই আমাদের ক্যাম্পাস এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন এ এবং ই বিল্ডিং কেন্দ্র হিসেবে রয়েছে। পরীক্ষাটি বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।
সার্বিক বিষয়ে অধ্যাপক আরেফিন খাঁন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভিভাবকদের গাড়ি পার্কিংয়ের জন্য হ্যান্ডবল গ্রাউন্ড, বিশ্রামের জন্য কাফেটেরিয়া, ইউনিভার্সিটি সেন্টার ও সেন্ট্রাল অডিটোরিয়াম খোলা থাকবে। নাস্তার জন্য কাফেটেরিয়া, ফুডকোর্ট ও স্টাফ ক্যান্টিন খোলা থাকবে।
পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/এমএস/এমডিআর