অধিনায়ক হাসারাঙ্গা, লঙ্কান স্কোয়াডে অনভিষিক্ত ক্রিকেটার
প্রকাশিতঃ 3:37 pm | May 10, 2024
স্পোর্টস ডেস্ক,কালের আলো:
আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্কোয়াডে জায়গা পেয়েছেন কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে না খেলা ক্রিকেটার দুনিথ ওয়াল্লাগে।
পারফরম্যান্স কিংবা ফর্ম দেখে ওয়াল্লাগেকে দলে নেওয়া হয়নি। কিছু ক্রিকেটীয় দক্ষতাই তাকে দলে জায়গা পেতে অবদান রেখেছে। বাঁহাতি স্পিন বোলিংয়ের পাশাপাশি লোয়ারঅর্ডারে দারুণ বাউন্ডারি হাঁকাতে পারেন ওয়াল্লাগে। এছাড়া ফিল্ডিংয়ে তার অসাধারণ দক্ষতা রয়েছে।
অধিনায়ক হিসেবে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত বছরের ডিসেম্বরে এই অলরাউন্ডারের হাতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। এবার বিশ্বকাপেও তার উপরেই ভরসা রাখছে লঙ্কানরা।
গোড়ালির ইনজুরির কারণে চলকি আইপিএলে খেলতে পারছেন না হাসারাঙ্গা। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড আশা করছে, বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। ইতিমধ্যে দলের অনুশীলনে যোগ দিতে শুরু করেছেন হাসারাঙ্গা।
সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এবারের বিশ্বকাপ ছাড়া এর আগে আরও ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে এই অলরাউন্ডারের অভিজ্ঞতা কাছে লাগাতে চায় শ্রীলঙ্কা।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (ভিসি), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লাগে, দুশমন্থ চামিরা, মাতিশা পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা।
কালের/আলো/একে/এমবি