ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪

প্রকাশিতঃ 5:31 pm | May 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রের মুখে মাকে জিম্মি করে কিশোরী মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৯ মে) আড়াইহাজারের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলছে র‌্যাব।

সোমবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী মো. আবদুল্লাহ (২৪)। তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি দলবদ্ধ ধর্ষণে জড়িত তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও মো. আয়নাল (২৫)। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর মুঠোফোনসহ দেশে তৈরি একটি ওয়ান শুটার গান এবং আরও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আরাফাত ইসলাম বলেন, ‘১৫ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির উদ্দেশ্যে ভুক্তভোগীর বাড়িতে যায় ওই চার জন। আব্দুল্লাহ ও মতিন জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ভুক্তভোগী ও তার মায়ের ঘুম ভেঙে গেলে তারা চিৎকার করে। এতে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। পরে ঘরের দরজা খুলে দিলে চাঁন মিয়া ও আয়নালসহ অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রসহ ঘরে ঢোকে।’

তিনি বলেন, ‘অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর মাসহ ঘরে উপস্থিত সবার হাত, পা ও মুখ রাঁধে। ঘরে মূল্যবান জিনিসপত্র না পেয়ে ক্ষোভে ভুক্তভোগীকে বাড়ির পাশের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে গুরুতর অবস্থায় কিশোরীকে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরী মামলা দায়ের করলে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।’

র‌্যাব কর্মকর্তা আরাফাত ইসলাম বলেন, আবদুল্লাহ ডাকাত দলের প্রধান। তাঁর দলে ১০-১২ জন সদস্য আছেন। আবদুল্লাহ আগে একটি কারখানায় চাকরি করতেন। সে সময় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। ডাকাতিকে আড়াল করতে পরে তিনি বাসচালকের সহকারী হিসেবে কাজ করতেন এবং রিকশা চালাতেন।

আবদুল্লাহর অন্যতম সহযোগী মতিন। তিনিও ডাকাতিকে আড়াল করতে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তাঁর অটোরিকশাটি ডাকাতির কাজে ব্যবহার করা হতো। ডাকাতিকে আড়াল করতে গ্রেপ্তার চাঁন মিয়া বাস এবং আয়নাল সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।

কালের আলো/ডিএস/এমএম