পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬

প্রকাশিতঃ 11:59 am | February 09, 2019

কালের আলো প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এ সময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার(৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় চালান।

আটককৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- আতিয়ার রহমান। অন্যদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোরের ঝিকরগাছায় যাচ্ছিল। গোপন সংবাদে শাহ আমানত সেতুর ওপরে বাসটি থামানো হয়। পরে যাত্রীদের মালপত্র তল্লাশি করে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মাশরুর রহমান জানান, পিকনিক বাসে থাকা সব যাত্রী ইয়াবা পরিবহনের বিষয়টি জানেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের সঙ্গে থাকা কয়েকজন ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

কালের আলো/এএ/এমএইচএ