তারপরও চিকিৎসকদের কেন অভাব পড়ে, প্রশ্ন দুদক কমিশনারের
প্রকাশিতঃ 5:58 pm | June 06, 2024
নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে নারায়ণগঞ্জের জনসাধারণের জন্য গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে ৫৫টি অভিযোগের বিষয়ে গণশুনানি হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘দুর্নীতির কোনও অভিযোগ সুনির্দিষ্ট হলে আপনারা দুদকে অভিযোগ করবেন। সেই সঙ্গে যথাযথতথ্য দিতে হবে। যদি কোনও ব্যক্তির অবৈধ সম্পদ থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ ছাড়া মানুষ হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাসপাতাল নিয়ে নানা সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাসপাতাল নিয়ে কমন সমস্যা সারা দেশে। সরকারি হাসপাতালকে ব্যবসায়িক কারণে প্রাইভেট সংস্থা বানিয়ে ফেলেছে। এই হাসপাতাল যেন সেবা সংস্থা হয়, প্রাইভেট সংস্থা না হয়। চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি হাসপাতালে দায়িত্ব পালন করার পর প্রাইভেটে যেতে পারে। তারপরও তাদের কেন অভাব পড়ে? এ বিষয়ে আপনারা সবাই তৎপর হবেন, তাহলে মানুষ সেবা পাবে।’
শুনানি প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘গণশুনানিতে ২৮টি দফতরের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ পেয়েছি। এর মধ্যে পাঁচটি অভিযোগ তদন্ত করবে দুদক। এ ছাড়া ৫০টি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে। সুতরাং দুদকের এই গণশুনানি সফল ও সার্থক হয়েছে। এর ফলে আমরা আশা করছি, সেবা প্রার্থীরা সেবা পাবে এবং দুর্নীতি কমে আসবে।’
গণশুনানিতে ২৮টি দফতরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে তিতাস গ্যাস, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), বিভিন্ন উপজেলার ভূমি অফিস, সরকারি হাসপাতাল ও চিকিৎসক, সিআইডি পুলিশ, পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগসহ নানা অভিযোগের শুনানি হয়েছে। এ সময় অভিযোগকারী ও অভিযুক্তের সামনে শুনানির কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া অভিযোগের তথ্য পেয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগে থেকে সমস্যা সমাধান করেছে বলে উপস্থিত সবাইকে জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদকের পরিচালক (ঢাকা) মোহাম্মদ মেরশেদ আলম, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাঈনুল হাসান রওশনী প্রমুখ।
কালের আলো/ডিএইচ/কেএ