কঠিন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ আইজিপি
প্রকাশিতঃ 11:05 am | February 11, 2018
অ্যাক্টিং এডিটর, কালের আলো :
যেন ‘চ্যালেঞ্জ’ নিতেই ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জীবনে প্রতিটি ধাপে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে গেছেন। বাংলাদেশ পুলিশের ক্যাপ্টেন্সি’র চ্যালেঞ্জ নিয়ে প্রথম মিশনেই সাফল্যের বিরল নজির সৃষ্টি করেছেন।
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার আলোচিত দুর্নীতি মামলার রায়কে ঘিরে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার কঠিন এ অগ্নিপরীক্ষায় তিনি সফলতার সঙ্গেই উত্তীর্ণ হয়েছেন। ধৈর্য্যরে পরীক্ষা দিয়ে দক্ষতা, বিচক্ষণতা ও অসীম দৃঢ়তার সঙ্গেই টালমাটাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। প্রমাণ করেছেন, পুলিশ বাহিনীতে ৩২ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনে তিনিই এক গতি-প্রগতির নাম।
দেশকে এগিয়ে নিতে জনগণের নিরাপত্তা বিধানে তাঁর আপসহীন ভূমিকার প্রশংসা করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরাও।
খালেদার রায়ের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ বাহিনীর প্রধান বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো জনগণের সুরক্ষার জন্য। তাই তেমন কোনো ঘটনাও ঘটেনি।’ এ নিরাপত্তা ব্যবস্থা ততোদিন থাকবে যতোদিন আমরা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবো।’
বিশ্লেষকরা বলছেন, খালেদার রায়কে ঘিরে জনমনে প্রবল শঙ্কা ও উদ্বেগ-উৎকন্ঠা ছিল। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির রায়কে ঘিরে বড় রকমের বিশৃঙ্খলারও আশঙ্কা ছিল। কিন্তু ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর দক্ষ হাতে সংঘাতময় পরিস্থিতি সামাল দিয়েছেন।
উপহার দিয়েছেন শান্তিপূর্ণ দেশ। যেখানে সুরক্ষিত থেকেছে জনসাধারণের নিরাপত্তা। রাজধানী ঢাকাসহ কোন কোন স্থানে বিক্ষিপ্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও নিমিষেই সেটি উবে গেছে। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির দিনেও ভয়াল কোন সহিংসতার ঘটনা ঘটেনি। এমন চমক উপহার দিয়ে ‘টক অব দ্যা কান্ট্রি’ হয়ে উঠেছেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
দেখা গেছে, কোন রকম শক্তি প্রয়োগ ছাড়াই ধৈর্য্য ও সহনশীলতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করেছে পুলিশ। একই সঙ্গে দৃঢ়, সাহসী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিয়ে দেশে পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফলে স্বভাবতই ইতিবাচক প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
ভাষার মাস ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফুরান আস্থা ও বিশ্বাস নিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাঁধে দেশপ্রেমিক পুলিশ বাহিনীর প্রধানের গুরুভার তুলে দেন। বিশাল এ দায়িত্ব নিজের কাঁধে নেয়ার পর শুরুতেই শতভাগ সাফল্য পেয়েছেন পুলিশ বাহিনীতে মেধাবী ও পরিচ্ছন্নতার এ প্রতীক।
অনেকেই বলছেন, দেশের মানুষকে শান্তি-স্বস্তি প্রদানে সক্ষম হয়েছেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। দেশের প্রগতি ও অগ্রগতির মিছিল অব্যাহত রাখতে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ যেমন অপরিহার্য ঠিক তেমনি দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতায় নিজের সাফল্যের পাল্লাই ভারী করেছেন আইজিপি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর ইতিবাচক বক্তব্য পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।
বিশ্লেষকরা আরো বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন সেদিন রাজধানীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয় বিএনপি’র ক্যাডাররা। সেদিনও পুলিশ বিএনপি জোটের সঙ্গে কোন রকম সংঘাত-সহিংসতায় জড়ায়নি।
ইচ্ছা করলেই পুলিশ সেদিন মারমুখী হতে পারতো। পুলিশ বাহিনীর নেতৃত্বে এসে প্রথম সেই দিনটিতেই অসীম ধৈর্য্যরে পরীক্ষা দেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খালেদার রায়ের দিনও বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ সদস্য আহত হয়।
আরেকবার এরকম ঘটনা ঘটলে পুলিশ বাহিনী আর চুপ থাকবে না এমন বক্তব্যই ওই রাতে দিয়েছেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বলেছেন, ‘পুলিশের যে সদস্যরা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছি। আগামীতে কেউ জ্বালাও-পোড়াও কর্মকান্ড করার চেষ্টা করলে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব কর্মসূচি প্রতিরোধে পুলিশ তৎপর থাকবে।’
আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে প্রথম থেকেই পুলিশ সঠিকপথে থাকায় সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। অসম সাহস, দক্ষতা, দুরদৃষ্টি ও অসীম ধৈর্য্যরে সঙ্গে পুলিশ বাহিনীকে পরিচালিত করার তাঁর প্রতিটি পদক্ষেপকে দেশের আপামর মানুষ অধিকমাত্রায় সমর্থন করেছেন।
সামনের দিনগুলোতেই একইভাবে শত বাঁধা-বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে শান্তিপূর্ণ বাংলাদেশের চেহারা বজায় রেখে অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিতে সমানতালে সরকারকে সহযোগিতা করবে, এমন প্রত্যাশা উচ্চারিত হচ্ছে কোটি কোটি মানুষের কন্ঠে।
ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিজের বলিষ্ঠ নেতৃত্বে এসবিকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। ঠিক তেমনি গোটা বাহিনীর প্রধান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মিছিলে স্বভাবতই তিনি কার্যকরী ভূমিকা রাখবেন, এমন আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ।
অতীতের ধারাবাহিকতায় মেধাবী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এ মানুষটির নেতৃত্বেই পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করে যাবে। এসবের ধারাবাহিকতায় ইতিহাসের পাতায় আর সাধারণ মানুষের মনের হীরক দ্যুতিতে জ্বলে থাকবে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নাম।
আরও পড়ুন: নতুন আইজিপিকে স্বত:স্ফূর্ত ভালবাসার স্বাক্ষী পুলিশ সদর দপ্তর
আরও পড়ুন: সরকার পতনের ‘হাস্যকর’ তত্ত্ব : আইজিপি আগেই বলেছেন ‘গুজবে কান দেবেন না’
কালের আলো/এএ