ফের বুয়েট উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার
প্রকাশিতঃ 4:48 pm | July 03, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার।
বুধবার (৩ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে (পিআরএল ভোগরত) অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে কয়েকটি শর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।
শর্তের মধ্যে রয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন এবং সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এর আগে ২০২০ সালের ২৫ জুন থেকে তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। গত ২৫ জুন তার মেয়াদ শেষ হয়।
কালের আলো/ডিএইচ/কেএ