সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

প্রকাশিতঃ 8:49 pm | July 16, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত তিন দিন ধরে উত্তাল ঢাকা। এর মধ্যে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হয়েছে। বিশেষ করে মঙ্গলবারের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে।

এই প্রেক্ষাপটে সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করলো।

কালের আলো/ডিএইচ/কেএ