‘সবুজ বাংলাদেশ’ গড়তে সবুজায়নের উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকার বার্তা বিমান বাহিনী প্রধানের
প্রকাশিতঃ 9:47 pm | July 31, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বিশ্ব থেকে ক্রমশ নিষ্প্রভ হয়ে পড়ছে সবুজের আভা। নগরায়ণের নামে কাটা হয়েছে একের পর এক গাছ। ফলে ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ। তবে দেশে সবুজ বৃক্ষরাজিই যে অস্তিত্বের অনুষঙ্গ সেই বিষয়ে সচেতনতা গড়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও নিজেদের এগিয়ে রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশবাসীকে অধিক পরিমাণে গাছ লাগিয়ে ‘সবুজ বাংলাদেশ’ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে কার্যকর সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে তাঁরা। সরকারের বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে বাস্তবায়ন করেছে নানামুখী প্রয়াস।
বর্ষায় সবুজের রূপকে আরও উজ্জ্বল এবং বিকশিত করতে বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর সদর দপ্তরে ‘সবুজায়ন উদ্যোগ-২০২৪’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুনাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।
‘সবুজায়নে সঞ্চারিত হোক টেকসই পরিবেশের বিকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চির সুন্দরের অভিবন্দনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে সবুজ দেশকে আরও সবুজতর করতে বলেছেন। তিনি পশু-পাখি ও বৃক্ষের বৈচিত্র্য রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকুল রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে বিশাল সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণায়ণের ফলে আবহাওয়া ও জলবায়ুর বিরাট নেতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। পৃথিবীব্যাপী ব্যাপক বৃক্ষ নিধন এবং নতুন বনায়ন না হওয়ায় এই সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হিসেবে পরিচিত হলেও বৈশ্বিক উষ্ণায়ণের প্রভাব বাংলাদেশেও সমানভাবে প্রতীয়মান। ফলে বাংলাদেশে সবুজায়ন কর্মসূচির গুরুত্ব পরিবেশগত উদ্বেগের উর্ধ্বে এটি টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে এই সবুজায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বিমান বাহিনী খাঁটি বাশার এর এয়ার অধিনায়কসহ বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে