পালিয়ে গেলেন আর খেলতে পারলেন না ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 8:17 pm | August 06, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন। দলের আরও বেশ কয়েকজনের সঙ্গে একটি বিমানে করে পাড়ি জমান নিরাপদ আশ্রয়ের উদ্দেশে।

ওই বিমানে তার পাশে ছিলেন দলের প্রভাবশালী নেতা শেখ হেলাল। পেছনে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দেখা যায়।

কথায় কথায় খেলা হবে বলে গলা ফাটানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর খেলতে পারলেন না। শুধু কথায় কথায় বলে গেলেন খেলা হবে।

সোমবার দলের সভাপতি শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ওড়াল দেন ভারতের উদ্দেশে। তার আগে নেতাদেরও অনেকের দেশ ছাড়ার সুযোগ করে দেন তিনি।

কালের আলো/এমএএইচ/ইউএইচ