চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান
প্রকাশিতঃ 7:04 pm | August 08, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।
বুধবার (৭ আগস্ট) রিয়ার এডমিরাল এ কে এম আফজাল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ নৌবাহিনীর এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। তিনি বর্তমান বন্দর চেয়ারম্যান মোহাম্মদ সোহায়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর নৌ ফ্লিটের (কমব্যান) বর্তমান কমান্ডার। এর আগে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জারি করা প্রজ্ঞাপনে এস এম মুনিরুজ্জামানকে আগামী ১১ আগস্টের মধ্যে চট্টগ্রাম বন্দরে চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
কালের আলো/এমএএইচ/এএইচ