ফের সম্প্রচারে আসছে দিগন্ত টেলিভিশন

প্রকাশিতঃ 7:07 pm | August 08, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এগারো বছর পর আবারও সম্প্রচারে আসছে দিগন্ত টেলিভিশন। ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিগন্ত টেলিভিশনের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিগন্ত মিডিয়া করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদের প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট সাবেক সাংবাদিক-কর্মকর্তারা ও কর্মচারীরা টেলিভিশনটির কার্যালয়ে জড়ো হন। সেখানে তারা চ্যানেলটি ‍পুনরায় চালুর বিষয়ে আলোচনা করেন।

কালের আলো/এমএএইচ/এএইচ