শহীদ আবু সাঈদের পরিবারের পাশে ‘স্বপ্ন’
প্রকাশিতঃ 9:32 am | August 09, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ালো দেশের বৃহৎ রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলার পীরগঞ্জ থানার বাবনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সঙ্গে স্বপ্ন’র পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে স্বপ্ন’র পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ