চলমান পরিস্থিতিতে কাজ করাই চ্যালেঞ্জ: স্থানীয় সরকার উপদেষ্টা
প্রকাশিতঃ 6:21 pm | August 11, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলছেন, পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জার। তবে স্থানীয় সরকারের ভুলভ্রান্তি দূর করে মানুষের হয়রানি দূর করার চেষ্টা করবেন।
রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করে এসকল কথা বলেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের এক হাজার মামলা রয়েছে হাইকোর্টে। মনে হয় সপ্তাহ খানেক আগেও একটা মামলা হয়েছে।
তিনি বলেন, প্রাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে, কি কারণে এই মন্ত্রনালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। যে ভুলগুলো হচ্ছে যাতে মানুষ হয়রানি হয়ে কোর্টে আসতে হয়, সেটা যতটা মিনিমাইস করা যায়।
চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, কাজের ধরন কি সেটা বুঝতে হবে। এখনি বলা যাবে না কোন কাজটা অগ্রাধিকার পাবে কোনটা পাবে না। আগে বুঝি তারপর অগ্রাধিকার দেব। তবে আইনজ্ঞ হিসেবে তার কাছে কোনো মন্ত্রণালয়ই বিশেষ কিছু না বলে উল্লেখ করেন তিনি।
কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের প্রশ্নের জবাবে এ এফ হাসান আরিফ বলেন, পুরো সরকারটাই একটা চ্যালেঞ্জ। দেশের চলমান অবস্থাই চ্যালেঞ্জার। একটা বিশেষ পরিস্থিতিতে সরকার গঠন হয়েছে। এটা তো রুটিন ক্যাটাগরির গভর্নমেন্ট না। যে পাঁচ বছর মেয়াদ শেষ হলো আবার স্বাভাবিকভাবে নতুন সরকার এলো। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হলো।
কতদিন হতে পারে মেয়াদ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
এরপরে তিনি নিজ দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে, আজ সকালে তিনি সচিবালয়ে আসেন।
কালের আলো/এমএএইচ/ইউএইচ