জাতীয় স্মৃতিসৌধ প্রধান বিচারপতির শ্রদ্ধা
প্রকাশিতঃ 10:39 am | August 12, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের ২৫ তম প্রধান বিচারপতি।
পরে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সকাল সাড়ে টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।
এসময় তার হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ