আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি
প্রকাশিতঃ 9:19 pm | August 14, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) এক অফিস আদেশে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার তাদের বদলি করেন।
ওসিদের রদবদলের এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।
এতে আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির পরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহার থানায়, পবা থানার পুলিশ পরিদর্শক আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মামুনুর রশিদকে শাহ মখদুম থানায়, মতিহার থানার পুলিশ পরিদর্শক শাহীন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানার ওসি হেসেবে বদলি করা হয়েছে। এছাড়া রাজপাড়া থানার ওসি রফিকুল হককে পুলিশের রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ