সিনিয়র সচিব মোকাব্বিরকে জননিরাপত্তা বিভাগ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি
প্রকাশিতঃ 7:52 pm | August 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বদলি হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হওয়ার তিন দিন পর মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচের এই কর্মকর্তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করার কথা বলা হয়েছে।
উপসচিব ড. জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ১৪ আগস্ট এক প্রজ্ঞাপনে মোকাব্বির হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
কালের আলো/ডিএইচ/কেএ