ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন ফখরুল
প্রকাশিতঃ 11:19 am | August 19, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নডের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় তারা এ বৈঠক শুরু করেন।
বৈঠকে আরো উপস্থিত রয়েছেন, বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।
কালের আলো/ডিএইচ/কেএ