বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে নৌবাহিনী’র নানাবিধ কার্যক্রম

প্রকাশিতঃ 8:14 pm | August 22, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর বিস্তীর্ণ জনপদ। বানভাসীদের হাহাকারের পাশাপাশি শুরু হয়েছে মানবিক বিপর্যয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর নির্দেশনায় ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ফেনীর বন্যাকবলিত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তা দেয়া ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহবান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ আহ্বান জানানো হয়। এদিন সন্ধ্যায় দেওয়া এ ফেসবুক স্ট্যাটাস ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এদিকে, রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বুধবার (২১ আগস্ট) থেকে ফেনীতে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে বৃহস্পতিবার (২২ আগস্ট) ২টি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে। আরও ২টি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে। এই ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে।

নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারের পাশাপাশি অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে পানিবন্দি মানুষের শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।

এছাড়াও পানিবন্দী মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে।

অপরদিকে, একই দিনে বন্যার্তদের সহায়তার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, আপনাদের যে কোন রকমের সহযোগিতা (অর্থ, খাদ্য, চিকিৎসা) সংগ্রহ করে বন্যার্তদের নিকট পৌঁছে দেয়া হবে। বন্যার্তদের নিকট খাদ্য সামগ্রী প্রেরণের জন্য যানবাহন সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নিম্নোক্ত ব্যাংক হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।’ সেখানে অ্যাকাউন্ট নাম্বার ও সংশ্লিষ্ট ব্যাংকের রাউটিং নাম্বার উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে : Account Number: 01214-02000279, Account Name: BNFWA Donation Fund. Sonali Bank PLC, NHQ Branch, Banani, Dhaka. Branch Routing Number: 200263434

কালের আলো/এমএএএমকে