ময়মনসিংহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিতঃ 6:22 pm | February 12, 2018

স্টাফ করেসপন্ডেন্ট, কালের আলো:

ময়মনসিংহের সানকিপাড়া-গোহাইলকান্দি এলাকা থেকে ২’শ পিস ইয়াবাসহ হাসিবুল হাসান প্রান্ত (২২), ফয়জুর রহমান (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, ময়মনসিংহের সানকিপাড়া, গোহাইলকান্দি এলাকায় আতিক উল্লাহর চায়ের দোকানে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্যসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে র‌্যাবের এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু’র নেতৃত্বে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।এসময় তাদের দেহ তল্লাশি করে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।