আনসারুল্লাহর প্রধান জসিম উদ্দিন রাহমানী জামিনে মুক্ত
প্রকাশিতঃ 6:08 pm | August 26, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ব্লগার রাজীব হায়দার হত্যায় দণ্ডিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।
কাশিমপুর হাই সিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকাল সোয়া ১১টার দিকে ছাড়া পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের ডেপুটি জেলার রেজাউল করীম।
মুফতি জসীম উদ্দিন রাহমানী ‘আনসারুল্লা বাংলা টিম’ (এবিটি) এর আধ্যাত্মিক গুরু ও এর প্রধান। ইয়েমেনি আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই সংগঠনের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে জানা যায়।
২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয় জসিম উদ্দিন রাহমানীকে। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় জসিম উদ্দিনে রাহমানীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।
হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি) ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পর সবচেয়ে দুর্ধর্ষ উগ্রপন্থি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। ২০১৩ সালের পর থেকে একের পর এক লেখক-ব্লগারসহ প্রগতিশীল ব্যক্তিকে হত্যা এবং হামলার নিশানা করে দেশ-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি করে সংগঠনটি। একটি ব্যাংক ডাকাতিতে জড়ানোর পর ২০১৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগঠনটিকে নিষিদ্ধ করে।
২০২২ সালের ২০ নভেম্বর পুরান ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেওয়া হয়। এবিটির সদস্যরা এতে নেতৃত্ব দেন। ছিনিয়ে নেওয়া ওই দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফীন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আনসার আল ইসলাম নামেও কার্যক্রম চালায় এবিটি।
“আনসারুল্লা বাংলা টিম” নামে একটি ওয়েবসাইটে এই সংগঠনের সদস্যরা মতামত শেয়ার করতেন। ওয়েবসাইটটির সার্ভার পাকিস্তানে অবস্থিত ছিল। জসীমউদ্দীন রহমানী ধানমন্ডির হাতেমবাগ মসজিদের ইমাম ছিলেন।
কালের আলো/এমএএইচ/ইউএইচ