বন্যায় নিজের জীবন ঝুঁকিতে না ফেলতে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
প্রকাশিতঃ 10:21 pm | August 26, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বন্যায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে না ফেলতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ মাঠে বন্যাদুর্গতদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ এক মানবিক বাংলাদেশ। দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তিনি বলেন, কয়েকটি এলাকা পরিদর্শন শেষে মনে হয়েছে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে সবারই সমস্যা হচ্ছে। পুলিশ, রযাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, বিমানবাহিনী উদ্ধারকাজ করছে। সেনাবাহিনী সবার সঙ্গে সমন্বয় করছে। উদ্ধারকারীরা এসব এলাকায় পৌঁছাতে সাবধানতা অবলম্বন করবেন। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি তৈরি করবেন না।
বন্যার পর নানামুখী সমস্যা দেখা দেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অনেক ফসলের মাঠ তলিয়ে গেছে। শাকসবজি শেষ। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। বন্যার পর আমরা উর্বর মাটি পাব। সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা বিকল্প স্থানে আমন ধানের বীজতলা তৈরি করছি। সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করলে আমরা ঘুরে দাঁড়াব।’ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন।
এ সময় উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বন্যাদুর্গত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিজিবি জানায়, এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং বিজিবি হাসপাতাল পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা এদিন বেলা পৌনে ১১টায় বিজিবির হেলিকপ্টারে বন্যাকবলিত ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে পৌঁছান। তিনি সেখানে বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর বেলা সোয়া ১১টায় হেলিকপ্টারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে অবতরণ করেন এবং বন্যাদুর্গত অসহায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরবর্তী সময়ে দুপুর ১টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক বিজিবির সরাইল রিজিয়ন ও কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে বুড়িচং সোনার বাংলা কলেজে বন্যাদুর্গত অসহায় ৫০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তারা ঢাকার বিজিবি হাসপাতালের মাধ্যমে দিনব্যাপী পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিদর্শন করেন।
প্রসঙ্গত, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রবিবার (২৫ আগস্ট) বন্যাদুর্গত বুড়িচংয়ে ২০০ জন পুরুষ, ২০০ জন মহিলা এবং ১২০ জন শিশুসহ মোট ৫২০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।
কালের আলো/এমএএইচ/ইউএইচ