গোপালগঞ্জে মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান 

প্রকাশিতঃ 6:23 pm | August 27, 2024

গোপালগঞ্জ প্রতিনিধি , কালের আলো:

গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানির মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া এই খালাসের আদেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

দীর্ঘ বছর পর আজ মামলা থেকে তারেক রহমানকে খালাসের আদেশ দেন বিচারক।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ অন্যদের ফৌজদারি কার্য‌বি‌ধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।

কালের আলো/ডিএইচ/কেএ