‘শীর্ষ নিউজ ডটকম’ চালুর বিষয়ে শুনানি ৪ সেপ্টেম্বর
প্রকাশিতঃ 6:52 pm | August 27, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডট কম’ চালুর অনুমতি না দেওয়া এবং নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।
আদালতে আজ শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম ও মুহাম্মদ তারিকুল ইসলাম।
শুনানি শেষে আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বারবার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি শীর্ষ নিউজকে।
তিনি আরও বলেন, নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ রুল শুনানির জন্য আবেদন করেছিলাম। আদালত শুনানির জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
কালের আলো/ডিএইচ/কেএ