অফিসে খাবারের খরচ কমানোর নির্দেশ বিদ্যুৎ উপদেষ্টার
প্রকাশিতঃ 6:00 pm | September 01, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রসাধন এবং ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রবিবার (১ সেপ্টেম্বর) সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়; সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এসব নির্দেশনা দেন।
উপদেষ্টার দফতর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে। এর আগে ব্যয়সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে।
এ নির্দেশনাবলি উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনের সব দফতর বা সংস্থা বা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ