৩৭ ডিআইজির পদায়ন

প্রকাশিতঃ 7:52 pm | September 03, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ৩৭ জনকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এ প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জিল্লুর রহমানকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ