‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন সুলতানা রাজিয়া
প্রকাশিতঃ 1:59 pm | October 05, 2024
কালের আলো প্রতিবেদক :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন রাজধানীর বাড্ডা থানাধীন হাজী মাদবর আলী হাচানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক(ইংরেজি) সুলতানা রাজিয়া।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত শিক্ষকের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভাইস প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মনোনীত শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।
এ বছর সুলতানা রাজিয়া ছাড়াও কিশোরগঞ্জের বাশগাড়ী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা হক, সিলেটের জান্নাতুল উম্মাহ বালিকা দাখিল মাদ্রাসার মো: আতিকুর রহমান, বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোমিন হাওলাদার, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুব হায়দার, রাজশাহী সরকারি কলেজের অধ্যাপক ড. আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম, ঢাকার মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এ মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহসানুল কবীর গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পান।
অনুষ্ঠানের বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, একজন শিক্ষক হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকের সামাজিক মর্যাদা,আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে পারলে শিক্ষায় ইতিবাচক বিপ্লব সূচিত হবে। আজকের অভূতপূর্ব এ আয়োজন তারই দৃষ্টান্ত। এমন স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রত্যক্ষ ও পরোক্ষ কারিগরদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এমন উদ্যোগ শিক্ষকগণকে উজ্জীবিত,অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, অসংখ্য গুণী শিক্ষকদের সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আজকের অর্জিত স্বীকৃতির পিছনে মা-বাবা,শিক্ষকমণ্ডলী, সহকর্মীবৃন্ধ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী, মাদরাসা প্রধান, সহকর্মীবৃনৃদ, বিএমটিটিআই কর্তৃপক্ষসহ সকল শুভাকাঙ্ক্ষীর পরামর্শ, সহযোগিতার জন্য রইলো অতল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
এ সময় তিনি শিক্ষকদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানো এবং মাদ্রাসা শিক্ষায় সংস্কারের দাবি জানান।
জানা গেছে, সিনিয়র শিক্ষক(ইংরেজি) সুলতানা রাজিয়া জাতীয় শিক্ষা সপ্তাহে (২০২৪) বাড্ডা থানা পর্যায়ে দুই বার, মহানগর পর্যায়েও দুই বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। আর এবারই প্রথম গুণী শিক্ষক নির্বাচিত হয়ে সম্মাননা পাচ্ছেন।
সুলতানা রাজিয়া ১৯৮২ সালে ময়মনসিংহ জেলার ভালুকা থানার পাড়াগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবুল কাশেম ও মাতা মাহমুদা খাতুনের ৯ সন্তানের মধ্যে দ্বিতীয় সুলতানা রাজিয়া। তার ৯ ভাই-বোনের মধ্যে ৫ জনই নিয়োজিত আছেন শিক্ষকতা পেশায়।
স্থানীয় সমলা তাহের আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে মাধ্যমিক, বাটাজোড় সোনার বাংলা মহাবিদ্যালয় থেকে ২০০০ সালে উচ্চ মাধ্যমিক, ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করেন তিনি।
পরবর্তীতে ২০০৮ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন সুলতানা রাজিয়া। ইতোপূর্বে ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
কালের আলো/এমএম/এএইচ