কারা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার পরিবর্তে ব্যক্তি আক্রমণকে প্রধান্য

প্রকাশিতঃ 7:58 pm | October 10, 2024

কালের আলো ডেস্ক:

সম্প্রতি দৈনিক যায়যায়দিনসহ কয়েকটি গণমাধ্যমে কারা অধিদপ্তরের নতুন কারারক্ষী নিয়োগ সংক্রান্ত প্রকাশিত সংবাদসমূহের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে কারা অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে কারা মহাপরিদর্শক এর পক্ষে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মোঃ জান্নাত-উল-ফরহাদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার পরিবর্তে ব্যক্তি আক্রমণকে প্রধান্য দেয়া হয়েছে বলে দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদসমূহে নানাবিধ দূর্নীতি এবং নিয়ম ভঙ্গের কথা তুলে ধরা হলেও এক্ষেত্রে সংবাদটি পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার যথেষ্ট অভাব রয়েছে বলে প্রতীয়মান হয়। বিশেষত যায়যায়দিন পত্রিকায় পরিবেশিত সংবাদটিতে বস্তুনিষ্ঠতার পরিবর্তে ব্যক্তি আক্রমণকে প্রধান্য দেওয়া হয়েছে বলে ধারণা করা যায়। এমনকি দূর্নীতির তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সাধারণ কারারক্ষীদের নামও সংযোজন করা হয়েছে, যা প্রতিবেদকের প্রকৃত উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। এতদপ্রেক্ষিতে কারা অধিদপ্তর দ্ব্যর্থহীন চিত্তে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছে যে, বর্ণিত নিয়োগ সম্পর্কিত যেকোন অভিযোগ প্রমাণকসহ অত্র দপ্তরে দাখিল করলে, অত্র দপ্তর তা যথাযথ গুরুত্ব সহকারে তদন্ত করবে এবং সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে তৎক্ষণাত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অত্র দপ্তর ইতিমধ্যেই বর্ণিত নিয়োগ কার্যক্রমটি যথাযথ নিয়ম মেনে পরিচালিত হয়েছে কিনা, তা যাচাই-বাছাই করেছে এবং এতে কোন প্রকারের দাপ্তরিক নিয়মতান্ত্রিকতার ব্যত্যয় খুঁজে পাওয়া যায়নি। তথাপি কোন ব্যক্তি বিশেষের কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে অত্র দপ্তর তা খতিয়ে দেখার নিশ্চয়তা প্রদান করছে। সর্বোপরি নিয়োগ প্রক্রিয়াটিতে অধিকতর সচ্ছতা আনায়নের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রেরণের পূর্বে অত্র দপ্তর কর্তৃক ইতিমধ্যেই নিরাপত্তা ছাড়পত্র গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বর্তমানে তা চলমান রয়েছে। এক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণের মধ্য থেকে শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্ত প্রার্থীগণই কারারক্ষী হিসাবে নিয়োগপত্র পাবেন।

এতে আরও বলা হয়, সর্বোপরি কারা অধিদপ্তর সকল গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সকলের নিকট থেকে গঠনমূলক সমালোচনা ও প্রকাশিত সংবাদসমূহের বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করে। কারা অধিদপ্তর আশা প্রকাশ করছে যে, সবার দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ মনোভাব একটি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত কারা বিভাগ গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

কালের আলো/এমএএইচ/এনএইচ