মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশিতঃ 12:17 am | October 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সমাজে যখন অসুরের সংখ্যা বেড়ে যায়, তখন দেবী দুর্গার আগমন ঘটে। ইদানীং মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরের সংখ্যা বেড়ে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষে মানুষে ভেদাভেদ করার অসুরকে প্রতিহত করতে হবে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসবের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ধানমন্ডির কলাবাগানসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন৷

হাসান আরিফ বলেন, ধর্মীয় পরিচয়ে আমরা এ দেশে থাকতে চাইনা৷ আমরা চাই, একটি পরিবারের সদস্য হয়ে আমরা এ দেশে মিলেমিশে অবস্থান করবো৷ পারষ্পরিক সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ গড়ে তুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে৷

এই সময় তিনি অবহেলিত হরিজন সম্প্রদায়ের পূজা মন্ডপ দেখতে করতে গণকটুলি সিটি কলোনি এবং বংশালের মিরনঝিল্লা সিটি কলোনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা ভিত্তিক বা শুধু শহর ভিত্তিক নয়, সারা দেশের হরিজন সম্প্রদায়ের ১৫ লাখ অধিবাসীর জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবো৷ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের সরকার। আমরা ইতিবাচক পরিবর্তন চাই৷ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে৷

উপদেষ্টা জানান, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যথার্থ ইতিহাস এবং তাদের স্বীকৃতির ব্যবস্থা নেয়া হবে৷ যথাযোগ্য মর্যাদায় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা গ্রহণ করা হবে৷

উক্ত পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

কালের আলো/এমএএইচ/এইচকে