কী জানতে চায় তাসনিয়া ফারিণ

প্রকাশিতঃ 5:18 pm | October 12, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিয়মিত কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি।

এরই ধারাবাহিকতায় তিনি তার ফেসবুকে পোষ্ট করেন তিনি।

শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে ফারিণ লেখেন, ‘আমরা সবসময় শয়তানের ওপর সব দোষ চাপিয়ে বাঁচতে চাই। অথচ মানুষ কিন্তু শয়তানের চেয়ে বেশি শক্তিশালী।

ফারিণ আরও লেখেন, দূর্ভাগ্যবশত অধিকাংশ মানুষ তার অসীম ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আর যারা রাখে তাদের ওপর শয়তান কখনও আছর করতে পারে না। আপনি কোন দলে?

তবে ফারিণের এই স্ট্যাটাসটি যে অভিনেত্রীর কাজের প্রচারণা সেটি স্পষ্ট।

কেননা মন্তব্যের ঘরে তার সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘চক্র’র সন্ধান দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রকাশ পেয়েছে এটি।

সত্য ঘটনাবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ভিকি জাহেদ নির্মিত সিরিজে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

কালের আলো/ডিএইচ/কেএ