ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহ গ্রেপ্তার

প্রকাশিতঃ 8:17 pm | October 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে গুলি চালানোর ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ