জাপান সফরে বিমান বাহিনী প্রধান, আরও সুদৃঢ় হবে দু’দেশের সম্পর্ক
প্রকাশিতঃ 11:24 pm | October 14, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ-জাপান পরস্পর পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু। কূটনৈতিক সম্পর্কের একান্ন বছরের ধারাবাহিকতায় দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় ছাড়াও বহুপক্ষীয় সম্পর্কে রয়েছে বাংলাদেশের। এই সম্পর্ককে নতুন মাত্রা দিতে চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি সস্ত্রীক ও দু’জন সফরসঙ্গীসহ সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমান বাহিনী প্রধান আগামী ১৪ থেকে ১৭ অক্টোবর জাপানে অবস্থান করবেন। তিনি আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপানে অনুষ্ঠেয় ‘এয়ার ফোর্স ফোরাম ইন জাপান’ অনুষ্ঠান উপলক্ষ্যে ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স ইন টকিওসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন। এছাড়া বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
জানা যায়, ‘উদীয়মান সূর্যের দেশ’ জাপান বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের দু’মাস পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি স্বীকৃতি দেয়। পরবর্তীতে জাপান-বাংলাদেশ সম্পর্কের গোড়াপত্তন হয়। ক্রমশ বাংলাদেশ-জাপানের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। প্রায় এক যুগ আগে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফর দু’দেশের সম্পর্কে বিশেষ গতি পেয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছে আইএসপিআর। তাদের ভাষ্য মতে-এই সফর পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ