ময়মনসিংহে ৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি
প্রকাশিতঃ 2:45 pm | March 04, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ময়মনসিংহ সফরে এসেছেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। সোমবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি সড়কপথে ময়মনসিংহে এসে পৌঁছেন। এদিন রেকর্ড ৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
আরো পড়ুন:
যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান : আইজিপি
সোমবার (০৪ মার্চ) দুপুরে শহরের পুলিশ অফিসার্স মেস-১’র জেলা পুলিশের ৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন।
এই সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইজিপি ময়মনসিংহে পুলিশ সুপার (এসপি) অফিসের বহুতল ভবন, পুলিশ লাইন্স ব্যারাক ভবন-২, পুলিশ অফিসার্স মেস-১ ও পারফরম্যান্স ইভালুয়েশন সফটওয়্যার উদ্বোধন করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ১২ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে পুলিশ অফিসার মেস থেকে ২ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে পুলিশ টেলিকম ভবন, ১ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে পাগলা থানার অফিসার ইনচার্জের কোয়ার্টার, ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পাগলা থানার অফিসার্স ডরমেটরী, ৩ কোটি ৫৬ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে পুলিশ লাইন্সে মাল্টি পারপাস ড্রিল শেড এবং ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পুলিশ হাসপাতাল ডরমেটরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশের বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন। সন্ধ্যায় তিনি পুনাক ময়মনসিংহের আয়োজনে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করবেন।
কালের আলো/এএ