যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান : আইজিপি
প্রকাশিতঃ 3:55 pm | March 04, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মাদক কারবারি বা গডফাদাররা স্বাভাবিক জীবনে ফিরে না এলে পরিণত হবে ভয়ঙ্কর এমন ইঙ্গিত দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীরা যদি স্বাভাবিক জীবনে ফিরে না আসেন তাহলে কঠোরতম যে ব্যবস্থা রয়েছে আমরা সেই জায়গাতেই যাবো। যতদিন পর্যন্ত আমরা যুদ্ধে জয়ী না হবো ততদিন পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।’
আরো পড়ুন:
ময়মনসিংহে ৯ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইজিপি
সোমবার (০৪ মার্চ) দুপুরে শহরের পুলিশ অফিসার্স মেস-১’র জেলা পুলিশের ৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের মতো অন্য কয়েকটি জেলাতেও মাদকের গডফাদারররা স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা গডফাদাররা অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন।
পরবর্তীতে আরো কয়েকটি জেলায় আমরা আত্মসমর্পণ অনুষ্ঠান করবো। আমরা বার্তা দিতে চাই, যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছেন বা গডফাদারই হোন কোন ধরণের ছাড় দেওয়া হবে না। সরকার আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছে। সেই সুযোগ আপনাদের দেওয়া হচ্ছে।
এই সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাদেরকে সেই সুযোগ দেওয়ার কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, মাদক কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠানের জন্য আমরা কক্সবাজার গিয়েছিলাম।
সেখানে ১০২ জনের মতো মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি সেখানে ছিলাম। আমরা সেখানেও আহবান জানিয়েছি, প্রধানমন্ত্রীও বলেছেন, কেউ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চাইলে তাদেরকে আমরা সেই সুযোগ দিয়েছি।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুন্য সহিষ্ণুতা নীতির (জিরো টলারেন্স) অবস্থান জানিয়ে আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে গত এক বছরের ওপরে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।
মাদকের পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানও চলছে জানিয়ে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী কার্যক্রম চলছে। এই অভিযান থেমে নেই। এই ব্যাপারেও আমাদের অবস্থান জিরো টলারেন্স।
আমরা বাংলাদেশকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।
কালের আলো/এএ