নৌ-বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২
প্রকাশিতঃ 4:40 pm | October 20, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নৌ-বাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনায় মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নৌ-বাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌ-বাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নৌ-বাহিনী কন্টিনজেন্ট খুলনার কয়রা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. ওমর সাদিক সানা ও মো. ইউসুফ ঢালী নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক ও একটি দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় একাধিক মাদক ও ধর্ষণ মামলা রয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার মাদক-অস্ত্রসহ আটকদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ