সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা, এক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের
প্রকাশিতঃ 12:09 pm | October 22, 2024
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সিরিয়াতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবারের (২১ অক্টোবর) এই হামলায় হিজবুল্লাহর এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বলেছে, রাজধানী দামাসকাসের কেন্দ্রে অবস্থিত অভিজাত অবকাশকেন্দ্র ‘গোল্ডেন মাজ্জেহ হোটেল’ এর কাছে একটি গাড়ি নিশানা করে ওই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর ওই সূত্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।
পরে অবশ্য ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর অর্থ পরিবহন শাখার প্রধানকে হত্যার জন্য হামলা চালানো হয় বলে ওই ব্যক্তি দাবি করেছেন।
হিজবুল্লাহ নেতার কোনও পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। লেবানিজ গোষ্ঠীর দিক থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র, রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘সিরিয়াসহ সব জায়গায়, হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
কালের আলো/ডিএইচ/কেএ