পুঠিয়ায় সেনা-র্যাবের যৌথ অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
প্রকাশিতঃ 5:16 pm | October 22, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ক্ষুদ্র জামিরায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও সেনাবাহিনীর একটি যৌথ অপারেশন দল সোমবার রাতে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকায় ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের সন্ধান পায়। পরে যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালের আলো/এমএইচ/ইউএইচ