আয়েশা হত্যাকাণ্ডের সন্দেহভাজন ২ জন আটক

প্রকাশিতঃ 1:55 am | October 31, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় মাদক কারবারি দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে আয়েশা আক্তার (২৬) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন ২ আসামিকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- নাসির (৩৪) ও আল ইসলাম (৪৫)। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে স্থানীয় কালশী মোড়ের একটি ভাঙ্গারির দোকানে রেইড করে নাসিরকে (৩৪) আটক করা হয়। নাসির আলোচিত এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা নাজমুলের ভাই। এ সময় তাঁর কাছ থেকে ২টি রামদা এবং ১টি চাপাতি উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় পল্লবী থানার সামনে থেকে আল ইসলামকে (৪৫) আটক করে যৌথ বাহিনী।

মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাকছুদের রহমান এর আগে জানিয়েছিলেন, পল্লবীর এলাকায় মাদক কারবারি দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে বাসার সামনে থাকা ওই নারীর মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কালের আলো/আরআই/এমকে