পল্লবীতে যৌথ বাহিনীর অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিতঃ 2:47 pm | November 01, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকার মাদক স্পটে অভিযান পরিচালনা করে রেহানা আক্তার এবং খাদিজা খদি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (০১ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড এ অভিযান পরিচালনা করে।
যৌথ বাহিনী জানায়, অভিযানে রেহানা আক্তারের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১১টি পুরিয়া এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, খাদিজা খদি বাউনিয়াবাধ এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাধ এলাকায় মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষে গুলিবর্ষণে একজন নারী নিহত হওয়ার প্রেক্ষিতে কঠোর অবস্থানে যায় বাংলাদেশ সেনাবাহিনী। হত্যাকাণ্ডের মাত্র ৮ ঘন্টার মধ্যেই যৌথবাহিনী পৃথক দুটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ২ জন আসামীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, সম্প্রতি পল্লবী এলাকা থেকে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানে কুখ্যাত সন্ত্রাসী কিশোর গ্যাং এর লিডার আশিক, পারভেজ, রাজ আহমেদ ভুলু এবং কিলার মামুনের অন্যতম সহযোগী সন্ত্রাসী জাকিরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত বিভিন্ন হত্যা মামলার সর্বমোট ৮ জন এজাহারভুক্ত সন্ত্রাসী ও আসামীকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কালের আলো/আরআই/এমকে