আন্ত:বাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে নৌবাহিনী
প্রকাশিতঃ 10:16 pm | November 14, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
আন্ত:বাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তাঁরা। রানারআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় চলতি বছরের আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মঈন খান উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মো. সোলায়মান তনু শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে