কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে ৭ দিনের মধ্যে কমিটি
প্রকাশিতঃ 8:00 pm | November 19, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা, তা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করবেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।
তিনি জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনও বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।
এদিকে বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানায়, আলোচনায় কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটি গঠনের পর কমিটি সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দেবে। তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে সরকার। তবে বিশ্ববিদ্যালয় করা অসম্ভব কিছু না। আমাদের কালকের (বুধবারের) কর্মসূচিসহ আন্দোলন আপাতত স্থগিত করবো। বিস্তারিত রাতে সংবাদ সম্মেলন করে জানাবো।
কালের আলো/ডিএইচ/কেএ