গতি ফিরছে অ্যাথলেটিক্সে, অ্যাথলেটদের পারস্পরিক সৌহার্দ্য মজবুতের বার্তা বিমান বাহিনী প্রধানের
প্রকাশিতঃ 10:11 pm | November 20, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশের ক্রীড়াঙ্গনে মাদার অফ অল ডিসিপ্লিন হিসেবে বিবেচিত অ্যাথলেটিক্স। এক সময় বাংলাদেশের অ্যাথলেটিক্সও ছিল তুমুল জনপ্রিয়। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অ্যাথলেটরা পদক নিয়ে আসতেন। এরপর ক্রমেই বিবর্ণ হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অ্যাথলেটিক্সে গতি ফেরাতে উদ্যোগী ভূমিকা পালন করছে। অ্যাথলেটিক্সে রীতিমতো সাড়া জাগিয়েছে তাঁরা। প্রতি বছর আয়োজন করছে আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। এতে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার।
বুধবার (২০ নভেম্বর) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর অ্যাথলেটিক্স মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত দিনের প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপরীতে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্সআপ হয়েছে।
অ্যাথলেটিক্স চর্চার মাধ্যমে ভবিষ্যতে ভালো ভালো অ্যাথলেট ওঠে আসার পথ তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বিশ্বাস করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন ও খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ঘটবে। আরও মজবুত হবে পারস্পরিক সৌহার্দ্য।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দলের এসি-২ সাব্বির প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ বিবেচিত হয়েছেন। এর আগে সোমবার (১৮ নভেম্বর) তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশগ্রহণ করে। ওইদিন স্বাগতিক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কালের আলো/এমএএএমকে