ভরা মৌসুমেও শীতের সবজির চড়া দাম

প্রকাশিতঃ 6:03 pm | November 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। বাঁধাকপি ও ফুলকপির মতো চেনা সবজির দামও এই মুহূর্তে চড়া। এতে বাজারে স্বস্তি খোঁজা ক্রেতারা প্রতিদিনই হতাশ হচ্ছেন।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে সবজি কিনতে আসা আফজাল হোসেন আফসোসের সুরে এসব কথা বলছিলেন। সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন সবজির সময়। এখনই এত দাম! এই সময় মুলা থাকে ৩০ টাকা। কিন্তু ৭০ টাকায় কেনা লাগতেছে।’

শিরিন আখতার নামে আরেকজন ক্রেতা বলেন, ‘নতুন আলু উঠছে অনেক আগেই। এখনও দেখি ১৪০ টাকা কেজি। স্বস্তিটা কোথায়? সব সবজির দাম বেশি।’

এদিকে শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, পুরনো আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ১৩০ টাকা। ফুলকপি ৫০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা পিস, লাউ ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচের কেজি ১৬০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১৬০ টাকা কেজি, ঢেঁড়শ ১০০ টাকা কেজি, জালি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে শিম ১২০ টাকা কেজি, মুলা ৭০ টাকা, শালগম ১৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কালের আলো/ডিএইচ/কেএ