চিন্ময় দাসকে গ্রেপ্তারের কারণ জানালেন আসিফ মাহমুদ

প্রকাশিতঃ 5:49 pm | November 26, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

চিন্ময় দাসকে গ্রেপ্তার  প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে।

অনুষ্ঠানে ছয় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এছাড়া কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, মামুন মিয়ার বাবা আজগর আলী, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম কষ্টের অনুভূতি ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তাসহ আজীবন তাদের পাশে থাকা হবে। একই সঙ্গে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

কালের আলো/এমএএইচইউ