১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশে ও জাতির পক্ষে কাজ করার অঙ্গীকার বাংলাদেশের আলো’র

প্রকাশিতঃ 7:10 pm | November 30, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেখতে দেখতে ১৭ বছরে পা রেখেছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক বাংলাদেশের আলো। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ৫৫/এ পুরানা পল্টনস্থ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত অতিথি, সাংবাদিক ও সংবাদকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু অতীতের ধারাবাহিকতায় সামনের দিনগুলোতেও দেশ ও জাতির পক্ষে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেছেন।

দৈনিক বাংলাদেশের আলো’র এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। তিনি পত্রিকাটির মালিক প্রকাশ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, দৈনিক বাংলাদেশের আলো বর্তমান সরকারের স্বপক্ষের দৈনিক। এটি সব সময় জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র চর্চার তাগিদ দিয়ে আসছে। তিনি সকল পক্ষকে দেশে ও জাতির কল্যাণ ও স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মো. মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী সম্পাদক মো.শাহীন আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, উপদেষ্টা সম্পাদক শাহীন আরা ইয়াসমীন, বার্তা সম্পাদক কাজল হায়দার, চিফ রিপোর্টার কাঞ্চন কুমার দে, সিটি এডিটর এম এ মান্নান, বিশেষ প্রতিনিধি রতন বালো, জেষ্ঠ্য প্রতিবেদক আব্দুল হালিমসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কেক কেটে পত্রিকাটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো.শাহীন আলম চৌধুরী জানান, দৈনিক বাংলাদেশের আলো কোনো দল ও মতের অন্ধ অনুসারী না হয়ে পেশাদার সাংবাদিকতার অভিযাত্রা অব্যাহত রাখতে শুরু থেকেই অঙ্গীকারবদ্ধ। দলমত, ধর্ম-বর্ণের সহাবস্থান, সম্প্রীতি এবং পরস্পর সহযোগিতার ক্ষেত্র ও পরিধি আরও সম্প্রসারিত হবে এই আকাঙ্ক্ষা নিয়ে এদিন ১৭তম বর্ষে পর্দাপণ করছে এই দৈনিকটি।

কালের আলো/এমএএইচইউ